Prasun Banerjee attacks Governor: 'এবার লোকের তাড়া খাবেন রাজ্যপাল', কটাক্ষ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের
রাজ্যপাল (Governor) অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবেন। রাজ্যপালকে নিশানা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee)। রাজ্যপাল পদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, "রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) যেভাবে কথা বলছেন, অধিকারের বাইরে কথা বলছেন। রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষ এখন কালো পতাকা (Black Flag) দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মানুষের বিপুল ভোট পেয়েছেন, দরকারে বসুন, কথা বলুন। তা না করে খালি ট্যুইট করছেন রাজ্যপাল।"
এদিকে কংগ্রেসকে (Congress) ছাড়াই যশবন্ত সিনহা, শরদ পওয়ারের (Sharad Pawar) ডাকে দিল্লিতে (Delhi) বৈঠক করল একাধিক বিরোধী দল। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একজোট হওয়ার ডাক দিয়েছেন তাঁরা। বিজেপি (BJP) অবশ্য বিরোধীদের এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে না।