Mukul Roy Wife Health: সঙ্কটজনক মুকুল-জায়া কৃষ্ণা, অঙ্গদাতার খোঁজ মিললেই নিয়ে যাওয়া হবে চেন্নাই

Continues below advertisement

মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, এখনও একমো সাপোর্টে আছেন কৃষ্ণা রায়। ফুসফুস প্রতিস্থাপনের জন্য অঙ্গদাতার খোঁজ চলছে। খবর হাসপাতাল সূত্রে। অঙ্গদাতার খোঁজ মিললেই কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত হাসপাতাল। এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাই নিয়ে যেতে প্রস্তুত হাসপাতাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram