Municipal Election: 'পুরোটাই ভুল অভিযোগ', পুরভোট মামলায় BJP-র প্রশ্নের পাল্টা সৌগত রায় | Bangla News

Continues below advertisement

আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কীভাবে ভোটের বিজ্ঞপ্তি? মামলা বিচারাধীন, আদালত কেন পদক্ষেপ নেবে না? হাইকোর্টে পুরভোট মামলায় প্রশ্ন বিজেপির(BJP)। ১৯ ডিসেম্বর ভোট করব, হলফনামায় জানিয়েছিলাম। এপ্রিলের মধ্যে রাজ্যের সব পুরভোট করানোর পরিকল্পনা আছে। হাইকোর্টে পাল্টা সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। ২২ নভেম্বর হলফনামায় ১৯ ডিসেম্বর ভোটের কথা জানিয়েছি। পুরভোটের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে সওয়াল রাজ্য নির্বাচন কমিশনের। অন্যান্য জায়গায় ভোট কবে, সে নিয়ে কি হলফনামায় জানিয়েছেন? পুরভোট নিয়ে রাজ্য-নির্বাচন কমিশনকে প্রশ্ন হাইকোর্টের। কলকাতায় সব থেকে ভাল চিকিৎসা পরিষেবা আছে। তাই আমরা কলকাতায় প্রথম ভোট করছি। পরিস্থিতি কি দাঁড়ায় সেটা দেখে বাকি ভোট করতে চাই। পুরভোট নিয়ে হাইকোর্টে জানাল রাজ্য সরকারের।

এই নিয়ে সৌগত রায় (Saugata Roy) বলেন, "পুরোটাই ভুল অভিযোগ। রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচন ঠিক করেছে। এটি একটি সাংবিধানিক সংস্থা। তারা নিরপেক্ষভাবে কাজ করে। কোভিড বিধি মেনেই আমরা প্রচারের কাজ করব।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram