নজরে ৯ চটজলদি: তৃণমূলের প্রার্থী বদল, ক্ষোভের পর সুর বদল শোভনদেব-পুত্রের | Bangla News

Continues below advertisement

ঘোষণার পরই প্রার্থী বদল। কলকাতা পুরসভায় ৬০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বদল। মহম্মদ ইয়াজুজার রহমানের জায়গায় তৃণমূল প্রার্থী কাইজার জামিল। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) প্রার্থী শচীন সিংহ। কলকাতা পুরসভার ১১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কাকলি বাগ। 

পুরভোটে টিকিট না পেয়ে কান্নায় ভাঙলেন শিখা জয়সোয়ারা (Sikha Jaiswara)। কলকাতার ১ নং ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শিখা জয়সোয়ারা। এবার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কার্তিক চন্দ্র মান্না। "দলের সিদ্ধান্ত চূড়ান্ত, ক্ষোভ-বিক্ষোভ করে লাভ হবে না।" জানালেন তাপস রায়। 

ক্ষোভের পর এবার সুর বদল করে শোভনদেব পুত্রের ট্যুইট। "আমার আগের ট্যুইট নিয়ে জল্পনা তৈরি করে জলঘোলা হচ্ছে। রাজনৈতিকভাবে সমস্ত তৃণমূল প্রার্থীদের প্রতি আমার শুভেচ্ছা।" আত্মত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দিয়েও নতুন ট্যুইট সায়ন দেব চট্টোপাধ্য়ায়ের। 

তৃণমূলে (TMC) যোগ দিলেন প্রাক্তন সিপিএম-এর (CPM) কাউন্সিলর বিলকিস বেগম। আজ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। কলকাতা পুরসভায় ৭৫ নম্বর ওয়ার্ডে সিপিএম-এর কাউন্সিলর ছিলেন বিলকিস বেগম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram