Narada Case: নারদ মামলায় মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর আবেদনকে মান্যতা, হলফনামা জমা নিতে হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) হলফনামা মামলার আবেদনকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নারদকাণ্ডে (Narada) হলফনামা জমা নেওয়ার জন্য নতুন করে আবেদন জানানো হবে। আবেদন জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক এবং রাজ্য সরকার। হলফনামা জমা দেওয়া হবে কি না, আগে করতে হবে তার শুনানি।আবেদনের অগ্রিম কপি ২৮ তারিখের মধ্যে জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টে এই আবেদনের শুনানির আগে রাজ্যের তরফে করা পিটিশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্টকে। আজ শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, গত ৯ জুন হাইকোর্টে তাদের বক্তব্য শোনা হয়নি। ৪ নেতামন্ত্রীর গ্রেফতারির দিনের ঘটনা নিয়ে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। কিন্তু এই মামলায় রাজ্যের তরফের কোনও বক্তব্য শোনা হয়নি। তাঁদের বক্তব্য যেন শোনা হয়, তার জন্যই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আজ এই আবেদনকেই মান্যতা দিয়েছে শীর্ষ আদালত।