Narada Scam Case: 'ওঁর ওষুধগুলো আমার কাছে, ভিতরে কী হচ্ছে কিচ্ছু জানি না', রাতে কান্নায় ভেঙে পড়েন বৈশাখী

Continues below advertisement

গতকাল নারদ মামলায় (Narada Scam Case) সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে আপাতত বুধবার অবধি তাঁদের থাকতে হবে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)। এরপরই কান্নায় ভেঙে পড়েন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। বলেন, "ওঁর ওষুধ-সবকিছু আমার কাছে। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। ভিতরে কী হচ্ছে, কিছু জানি না। মানুষের মতো ব্যবহার করছে না পশুর মতো ব্যবহার করছে! কিছু হলে, সম্পূর্ণ দায় হবে সিবিআইয়ের। এই করোনা আবহে ওঁকে যেভাবে উঠিয়ে আনা হয়েছে, কোনও পশু বা আততায়ীকেও এভাবে আনা হয় না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram