Narada Scam Probe: 'চারজনের সঙ্গে আমাকেও গ্রেফতার করতে হবে', CBI-কে মমতা
Continues below advertisement
নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজাম প্যালেসের (Nizam Palace) ভিতর গ্রেফতার হওয়া দুই মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়দের (Sovan Chatterjee) আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। দল যে এই ঘটনায় পাশে রয়েছে, সেই বার্তা দিতে তিনি পৌঁছলেন বলে মনে করা হচ্ছে। এই গ্রেফতার বেআইনি, শুধুমাত্র এই চারজনকে গ্রেফতার করলে হবে না, আমাকেও গ্রেফতার করতে হবে, জানা জাচ্ছে, এমনটাই নাকি বলেছেন মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC ABP Ananda CBI Central Force Madan Mitra Minister Sovan Chatterjee Subrata Mukherjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Charge Sheet Jagdeep Dhankar Saugata Roy Mamata Banerjee Nizam Palace Firhad Hakim Arrest Firhad Arrest CBI Arrests Firhad Hakim Narada Scam Probe CBI Detained Governor Permission CBI Arrested Mamata Banerjee Reaches Nizam Palace CBI