Narada Scam Probe: আজ হাইকোর্টে জামিন-স্থগিতাদেশ পুনর্বিবেচনার শুনানি

Continues below advertisement

বুধবার হাইকোর্টে (Calcutta High Court) নারদ মামলায় নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ নিয়ে রায় হল না। আজ দুপুর ২টোয় ফের শুনানি। আপাতত জেল হেফাজতে ফিরহাদ (Firhad Hakim), সুব্রত (Subrata Mukherjee), মদন (Madan Mitra), শোভন (Sovan Chatterjee)। মামলা প্রভাবিত করার অভিযোগ তুলেছে সিবিআই। পাল্টা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃতদের আইনজীবী। বুধবারের মতো শেষ নারদ মামলার শুনানি। পরবর্তী শুনানি বৃহস্পতিবার দুপুর ২টোয়। 

কলকাতা হাইকোর্টে ঝুলে রইল নারদ-মামলা! সিবিআই ‘প্রভাবশালী’ তত্ত্বে শান দেওয়ার চেষ্টা করল! পাল্টা সেই তত্ত্ব খারিজ করার জোরাল চেষ্টা চালালেন চার হেভিওয়েট নেতার আইনজীবীরা।দীর্ঘ আড়াই ঘণ্টার শুনানির পরও নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ পুর্নবিবেচনা করার আবেদনের স্বপক্ষে রায় ঘোষণা হল না।সিবিআই এর মামলা স্থানান্তরের আবেদন নিয়েও রায় ঘোষণা হয়নি। সোমবার চার হেভিওয়েট নেতার গ্রেফতারির পর, মুখ্যমন্ত্রীর নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছন। 
বাইরে বিক্ষোভ দেখানো হয়। এই প্রেক্ষাপটে, বুধবার কলকাতা হাইকোর্টে CBI-এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, দেশের ইতিহাসে এরকম কখনও হয়নি।
তার প্রেক্ষিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, জামিন হবে কি হবে না, সেটা আমরা কেন সিদ্ধান্ত নেব? শুধুমাত্র মানুষের চাপের অভিযোগ ছিল বলে আমরা স্থগিতাদেশ দিয়েছি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram