Narada Scam Probe: প্রেসিডেন্সি জেলের বাইরেও আঁটসাঁট নিরাপত্তা, মোতায়েন বিশাল পুলিশবাহিনী
Continues below advertisement
নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) জামিনে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত বুধবার অবধি তাঁদের থাকতে হবে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail)। এই মুহূর্তে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে রয়েছেন। গতকাল রাত থেকেই এই চত্ত্বরে আঁটসাঁট নিরাপত্তা। রাস্তা দিয়ে খুব বেশি লোকজনকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা। চত্ত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda Security Firhad Hakim Madan Mitra Calcutta High Court Sskm Stay Order Sovan Chatterjee Subrata Mukherjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Presidency Jail Firhad Hakim Arrested Narada Scam Probe Madan Mitra Arrested Subrata Mukherjee Arrested Sovan Chatterjee Arrested Jker Khobor Madan Mitra Hospitalized Sovan Chatterjee Hospitalized