Narendra Modi: 'এবার পরিবারতন্ত্রের সূর্যাস্ত হবে', দিল্লিতে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদি। Bangla News

Continues below advertisement

আমি কোনও পরিবারতন্ত্র বা ব্যক্তির বিরুদ্ধে নই। কিন্তু পরিবারতন্ত্র রাজনীতি কীভাবে জনগনের ক্ষতি করেছে, আমি সেটাই বলেছি। এবার পরিবারতন্ত্রের সূর্যাস্ত হবে। পরবর্তী ৫ বছরে প্রাণ বাজি রেখে বিজেপি কর্মীরা নজর রাখবে। করোনা মহামারীর পর যুদ্ধ, গোটা পরিস্থিতি ঘোরাল করে তুলেছে। ভারত বেঁচে গেছে কারণ আমাদের নীতি মাটির সঙ্গে সম্পর্কিত। যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানেই দ্বিগুন গতিতে উন্নয়ন হয়েছে। যুদ্ধের আঁচ বিশ্বের সব দেশে পড়েছে। ভারত যে তেল আমদানি করে তার দাম আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে। সারা বিশ্বে কয়লা সহ অন্যান্য সামগ্রীর দাম লাফিয়ে বাড়ছে। উন্নয়নশীল দেশগুলি বিশেষ ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অনিশ্চিত সময়ে ভারতের জনগণ দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন। দেশের মানুষ দায়িত্বশীলতার সঙ্গে দেশগঠনের কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ লাগাতার রাজনীতির স্তর নামিয়ে চলেছেন। করোনাকালেও এঁরা সরকারকে কালিমালিপ্ত করে চলেছেন। করোনা ভ্যাকসিন নিয়েও প্রশ্ন তুলেছেন। ইউক্রেনে যখন ভারতীয় পড়ুয়ারা আটকে ছিলেন, তখন দেশের মনোবল ভাঙার চেষ্টা চলছিল। অপারেশন গঙ্গাকে প্রাদেশিকতার গণ্ডিতে বাঁধার চেষ্টা করেছেন। প্রত্যেক প্রকল্পকে প্রাদেশিকতার সংকীর্ণ চোখে দেখা হচ্ছে। দিল্লিতে বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram