NHRC in WB: 'রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করি', রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের আসা নিয়ে প্রতিক্রিয়া সৌগত রায়ের

Continues below advertisement

রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের প্রতিনিধি দল এসেছে। পশ্চিমবঙ্গে এল রাজীব জৈনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।

এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা ব্যাপারে কিছু ত্রুটি হলে দেখার দায়িত্ব রাজ্য মানবাধিকার কমিশনের। আমরা জানি না কেন জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের ব্যাপারে রাজ্য়ের হস্তক্ষেপ করছে। আমার মনে হয় এটা রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা।" 

কসবায় ভুয়ো নথি দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। "বাগরি মার্কেট থেকে কোভিশিল্ড কিনেছিলাম।" জেরায় এমনই স্বীকার অভিযুক্তের। দাবি পুলিশ সূত্রের। ক্যাম্পে যে কোভিশিল্ড দেওয়া হয়েছে তাও কি ভুয়ো? কোভিশিল্ড বলে ভুয়ো ক্যাম্পে যা দেওয়া হয়েছে তা কী? ক্যাম্পে দেওয়া কোভিশিল্ডের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে। পুরসভার যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। গতকাল কসবার এই ক্যাম্পে গিয়েই টিকা নেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কসবার ভুয়ো ক্যাম্প থেকে করোনার টিকা নেন শতাধিক। আসলে কী টিকা দেওয়া হয়েছিল  প্রশ্ন ভ্য়াকসিন গ্রাহকদের। ভ্যাকসিন নেওয়ার পরেও এসএমএস (SMS) না আসায় সন্দেহ হয় তাদের। পুরসভার অনুমোদন ছিল না। কড়া পদক্ষেপের আশ্বাস ফিরহাদ হাকিমের (Firhad Hakim)।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram