NHRC Report: ‘মানুষই এর জবাব দেবে’, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে নাম থাকা নিয়ে সরব জীবন সাহা

Continues below advertisement

হাইকোর্টে (Calcutta High Court) পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ (Udayan Guha), শেখ সুফিয়ানের নাম। ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহারও। তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর জীবন সাহা (Jiban Saha) বলেন, “কাউকে যদি সাজাও দিতে হয়, সেক্ষেত্রে বাদী-বিবাদী দুপক্ষের কথাই শুনতে হয়। এক্ষেত্রে একপক্ষের কথা শুনে নাম দিয়ে দেওয়া হয়েছে। কাউকে জিজ্ঞেস করলাম না, কিছু জানলাম না, অথচ কাউকে অভিযুক্ত বানিয়ে দিলাম! এব্যাপারে আমি কী বলব, মানুষই এর জবাব দেবে। একতরফা হয়েছে, আমাদেরকেও বলার সুযোগ দেওয়া উচিত ছিল।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram