NHRC Report: ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় জ্যোতিপ্রিয়-উদয়ন, জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টে TMC-র হেভিওয়েটরা

Continues below advertisement

হাইকোর্টে (Calcutta High Court) পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ানের নাম। ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহারও। হাইকোর্টে দেওয়া রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতীদের’ তালিকা পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় রয়েছে বিধায়ক খোকন দাসের নাম। ক্যানিংয়ের জন্য নাম দেওয়া হয়েছে শওকত মোল্লার। বসিরহাট পুলিশ জেলার জন্য নাম দেওয়া হয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকদের। নন্দীগ্রামের ক্ষেত্রে দেওয়া হয়েছে শেখ সুফিয়ানের নাম। উমা দাস, বিমল অধিকারীর নাম দেওয়া হয়েছে কলকাতার ক্ষেত্রে। এরকম একাধিক জায়গার নামে দেওয়া হয়েছে একাধিক হেভিওয়েট তৃণমূল বিধায়ক, নেতাদের নাম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram