NHRC Report: 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি', জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে সরব পার্থ-উদয়নরা

Continues below advertisement

হাইকোর্টে (Calcutta High Court) পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ানের নাম। ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহারও। তালিকায় নাম থাকা তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “এই নামগুলি দেখেই বোঝা যাচ্ছে রিপোর্টটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি মাছি মারার মামলাও নেই। পুরোটাই কেন্দ্রীয় সরকার করাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৈন্যদের বিরুদ্ধে এইসব করাচ্ছে। এসব করে কোনও লাভ হবে না।“

পাশাপাশি তৃণমূল নেতা উদয়ন গুহ (Udayan Guha) বলেন, “এরা কোন তালিকায় কার নাম দিল না দিল, তাতে কিছু এসে যায় না। শত্রু যখন আপনার সমালোচনা করবে, তখন জানবেন আপনি সঠিক পথে রয়েছেন। আমি সঠিক পথে আছি, যেই পথে চলছি সেই পথেই আগামীকালে চলব। মানবাধিকার কমিশন কী বলল না বলল, তাতে আমার কিছুই যায় আসে না। দিনহাটার মানুষ, কোচবিহারের মানুষ আমার ব্যাপারে জানেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram