PAC Controversy: 'নিজে মুকুলকে TMC-তে নিয়ে এখন BJP-র লোক বলছেন!' পিএসি বিতর্কে মমতাকে কটাক্ষ দিলীপের

Continues below advertisement

পিএসি বিতর্কে মুকুল রায়ের (Mukul Roy) পাশে দাঁড়াতে গিয়ে তাঁকে বিজেপির সদস্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে বিজেপি মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে বিধানসভার সচিবকে চিঠি লিখেছে। যদিও আবেদন খারিজ হয়ে গিয়েছে। বিধানসভা থেকে প্রকাশিত ২০ জনের মনোনয়ন তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের। এই প্রসঙ্গে বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে মুকুল রায়কে দলে যুক্ত করেছেন, এখন তিনি তাঁকে বিজেপির লোক বলছেন। কোনও আইন মানা হচ্ছে না। পরম্পরাগতভাবে বিজেপি থেকে মনোনীত ব্যক্তিকেই সদস্য করা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি থেকে কাউকে নিতে চাইছেন না। গতবার বিরোধীদের জন্য ১৫টি পদ ছিল, এবার ১০টি দেওয়ার কথা বলা হয়েছে। ওনারা নির্বাচনে জিতে সরকার গড়েছেন। ওঁদের ইচ্ছা হলে কোনও পদ দিতে নাও পারেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা মেনেই চলা উচিত।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram