Pakistan Crisis: টলমল করলেও আপাতত ক্রিজে টিকে রইলেন ইমরান ।Bangla News
কিছুদিনের জন্য ক্রিজে টিকে গেলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন ইমরান। সে দেশে ফের সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। তবে আগামী ১৫ দিন তদারকি সরকারের প্রধান থাকবেন ইমরানই। এভাবে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়া যায় কি না, তা নিয়ে শুনানি হবে পাকিস্তানের সুপ্রিম কোর্টে। ফলে পাকিস্তানে অচলাবস্থা ঘিরে সব নজর এখন সে দেশের সুপ্রিম কোর্টের দিকেই।
এই পরিস্থিতিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারির অভিযোগ, ইমরান খানের এই হঠকারী পদক্ষেপ দেশকে ফের নির্বাচনী প্রহসনের দিকে ঠেলে দিল।
এদিকে, নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের লন্ডনের অফিসে গতকাল হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হামলায় ৩ জন আহত হয়েছেন।সূত্রের খবর, গতকাল রাতে শরিফের লন্ডনের অফিসে ১৫-২০ জন হামলা চালায়। বাধা দেন নওয়াজ সমর্থকরা। দু’পক্ষের সংঘর্ষে আহত হন ৩ জন।