Panihati Murder: খুন করে জামা পাল্টে ঝোপে আশ্রয়, টের পেয়ে আগুন লাগাল স্থানীয়রা, কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে খুনের ঘটনায় গ্রেফতার শ্যুটার। ধৃতের নাম অমিত পণ্ডিত। বাড়ি নদিয়ার হরিণঘাটায়। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছাড়াও ট্রেনের একটি রিটার্ন টিকিট ও সিমকার্ড ছাড়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে কি খুনের পর ট্রেনে চড়ে পালানোর পরিকল্পনা ছিল আততায়ীর? খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরকে খুনের পর প্রায় ২০০ মিটার দূরে আগরপাড়ায় একটি ঝোপের মধ্যে জামা পাল্টে লুকিয়ে ছিল ওই দুষ্কৃতী। স্থানীয়রা টের পেয়ে ঝোপে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে বেরিয়ে আসার পর দুষ্কৃতীকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে খড়দা থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তবে খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram