Parliament : 'অধিবেশনে একাধিক বিষয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম', একদিন আগে সংসদ মুলতবি প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে| Bangla News

Continues below advertisement

বিরোধী বিক্ষোভে আজও উত্তাল সাংসদ। মেয়াদ শেষের একদিন আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। আজও ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উত্তাল হয় সংসদের দুই কক্ষ। বিরোধী সাংসদরা সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাতে থাকেন। শুরু হয় হইহট্টগোল। পরে লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়। এই বিষয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ( Mallikarjun Kharge) বলেন, 'অধিবেশনে একাধিক বিষয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram