Parliament Monsoon Session: আজ শুরু বাদল অধিবেশন, ৩১টি বিল নিয়ে আলোচনার সম্ভাবনা

Continues below advertisement

করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave_ আশঙ্কা। ভ্যাকসিনের অপ্রতুলতার অভিযোগ। দেশের অধিকাংশ রাজ্যে ১০০ টাকা পেরিয়ে যাওয়া পেট্রোলের দাম। অগ্নিমূল্য ডিজেল ও রান্নার গ্যাস। নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকদের একাংশ। এই প্রেক্ষাপটে সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session)। আর এইসব ইস্যুতেই সংসদে মোদি সরকারকে কোনঠাসা করতে কৌশল নিচ্ছে বিরোধীরা। পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যেরে প্রতিবাদে সোমবার সাইকেলে চেপে সংসদে যাবেন তৃণমূলের (TMC) প্রতিনিধিরা। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে সাইকেলও। ট্যুইট করেছেন ডেরেক ও'ব্রায়েনও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ লিখেছেন, "কোভিড-১৯-এর (Covid 19) উপর প্রধানমন্ত্রী (Narendra Modi) কিংবা কেন্দ্রের তরফে কনফারেন্স রুমে কোনও চটকদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাতে চান না (বিরোধী) সাংসদরা। সংসদে অধিবেশন শুরু হচ্ছে। সেখানে এসে কথা বলুন।" পাল্টা প্রস্তুতি নিচ্ছে বিজেপিও (BJP)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram