Rahul Gandhi: 'বিরোধীরা যে বিষয়ে কথা বলতে চায়, সরকার তা করতে দেয় না, এটা গণতন্ত্রের হত্যা', ধর্নায় রাহুল-অধীর | Bangla News

Continues below advertisement

রাজ্যসভার ১২ জন সাসপেন্ডেড সাংসদের পাশে দাঁড়িয়ে গাঁধীমূর্তির সামনে ধর্না বিরোধীদের। উপস্থিত রয়েছেন রাহুল গাঁধী, অধীর চৌধুরী, তৃণমূল সাংসদ দোলা সেন। সরকারের ওপর চাপ বাড়াতে একজোট বিরোধীরা। আজ সকালে বৈঠকে বসে বিরোধী দলগুলি। রাহুল গাঁধী (Rahul Gandhi) বলেন, "১২ জন সাংসদ ১৪দিন ধরে সাসপেন্ড। বিরোধীরা যে বিষয়ে কথা বলতে চায়, সরকার তা করতে দেয় না। এটি গণতন্ত্রের হত্যা। সরকারকে প্রশ্ন করতে দেওয়া হয় না। প্রধানমন্ত্রী দিনের পর দিন অধিবেশনে আসেন না। ১৩ দিন হয়ে গেছে, তিনি আসেননি। এভাবে গণতন্ত্র চালানো যায় না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram