Parliament: ত্রিপুরায় রিগিংয়ের অভিযোগে আলোচনা দাবি বিরোধীদের, খারিজ করলেন চেয়ারম্যান | Bangla News

Continues below advertisement

একাধিক ইস্যুতে আজও উত্তাল সংসদ। ত্রিপুরা (Tripura) ভোটে রিগিংয়ের অভিযোগ করেন বিরোধীরা। রিগিংয়ের অভিযোগে আলোচনা দাবি করেছেন বিরোধীরা। এই দাবিতে সরব হয়েছে কংগ্রেস (Congress), বাম, আরজেডি (RJD), এনসিপি (NCP) সাংসদরা। যদিও আলোচনার দাবি খারিজ করে দিয়েছেন চেয়ারম্যান। এদিকে, 'সংসদ (Parliament) চলতে দিচ্ছে না। বিরোধীরা বিশৃঙ্খলা তৈরি করছে', এই অভিযোগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিজেপি (BJP) সাংসদদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram