Parliament Pegasus Uproar: 'জবাবদিহি করতে হবে সরকারকেই', ফোনে আড়িপাতা-কাণ্ডে আজও বিক্ষোভে TMC সাংসদরা
Continues below advertisement
পেগাসাস স্পাইওয়ার (Pegasus Spyware) নিয়ে উত্তাল সাংসদ। গতকাল বাদল অধিবেশন (Parliament Monsoon Session) শুরুর পর থেকেই এই প্রসঙ্গ তুলে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। আজও অব্যহত বিক্ষোভ। সংসদে অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদরা। ধর্নায় বসেন তাঁরা। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ তৃণমূল সাংসদরা ধর্না শুরু করেন। প্রায় ১ ঘন্টা চলে এই বিক্ষোভ কর্মসূচি। এরপর ধর্না তুলে নেন তাঁরা। ধর্না তোলার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে যোগ দেন তাঁরা। লোকসভায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং রাজ্যসভায় আছেন সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। আগেই তাঁরা সংসদে নোটিস দিয়ে রেখেছেন, সব কাজের আগে ফোন হ্যাকিং সমস্যার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।
Continues below advertisement
Tags :
TMC Parliament Parliament Monsoon Session National News Trinamool India News Spyware Political News Pegasus Spyware Pegasus Pegasus Software Iphone Pegasusisrael Nsopegasus Download Pegasusindia Narendramodi Mobile Hacking