Parliament: 'TMC- মোদিজির আশেপাশেই থাকতে চায়', আগামীকাল বিরোধী দলের বৈঠকে TMC-এর অনুপস্থিতির সিদ্ধান্তে খোঁচা সুজনের | Bangla News

Continues below advertisement

কাল থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধী রণকৌশল ঠিক করতে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।  অধিবেশনের শুরুতেই বিরোধী জোটে ফাটল। কাল কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে থাকবে না তৃণমূল (TMC)। কাল তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক। জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় (Sudip Banerjee)। 

এই নিয়ে সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "কৃষি বিল প্রত্যাহার, MSP-র জন্য জরুরি আইন ও তাকে কার্যকরী করা সহ জরুরি অনেকগুলি বিষয় সংসদের এই অধিবেশনে আনতে হবে। রাজ্যসভার বিরোধী দলনেতা মিটিং ডেকেছিলেন। তৃণমূল ঠিক করেছে যে বিরোধী দলের ডাকা এই সভায় থাকবে না। ওরা মোদিজির আশেপাশেই থাকবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram