Partha Bhowmick: ব্যারাকপুর কমিশনারেটে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তাকে কটাক্ষ অর্জুনের, পাল্টা পার্থ ভৌমিকের। Bangla News
ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি, কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। '২-৩টি ঘটনা ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও। বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না। ওখানকার এই চক্রকে ধরতে হবে। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু পিছনে কারা?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) বলেন, 'যাদের নিজের মধ্যে গণ্ডগোল তারাই নির্দেশ দিচ্ছে। এটা তো কোনও নতুন কথা নয়। নিজের পার্টিকে ঠিক রাখতে পারছেন না। বাইরে থেকে অস্ত্র তো ওনার দলের লোকই আনছেন। এই জন্য NIA বারবার তদন্ত করছে। সামনে নির্বাচন, বিরোধীদের কোণঠাসা করার জন্য তাদের গ্রেফতার করা চলবে।'
পাল্টা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, 'ভাটপাড়ার ক্রিমিনাল সাংসদ অর্জুন সিংহ, ব্যারাকপুরে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ্ডগোল তৈরি করে ব্যারাকপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের মানুষকে শান্তিতে রাখার জন্য় আলাদা করে কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন। এতে সাধারণ মানুষ আনন্দিত, ক্রিমিনাল সাংসদ অর্জুন সিংহ আতঙ্কিত।'