Partha Chatterjee: আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না : পার্থ চট্টোপাধ্যায় ।Bangla News
Continues below advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, মুখ্যমন্ত্রীর চেয়ারে, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়ে, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ, অপরূপা পোদ্দার। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষ, অপরূপা পোদ্দারদের উল্টো সুর শোনা গেছে তাঁর গলায়। তিনি বলেন, আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি, কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই। এরপরেই তার মুখে শোনা যায় কুণাল ঘোষের প্রতি বার্তা, তিনি বলেন, আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না। এসএসসি নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন,‘আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না,আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি’।
Continues below advertisement
Tags :
Partha Chatterjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Ananda Live SSC Recruitment এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Update SSC Scam শিক্ষক নিয়োগ রাজ্যে শিক্ষক নিয়োগ SSC Latest News Partha Chatterjee On SSC এবিপি আনন্দ