Pegasus Spyware: 'হ্যাক হয়েছিল অভিষেক-পিকের ফোন, টার্গেট ছিল রাহুল গাঁধীও', বিস্ফোরক দাবি 'দ্য ওয়্যার'-এর

Continues below advertisement
হ্যাক হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোন। হ্যাক হয়েছিল প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফোনও। স্পাইওয়্যার বিতর্কে দাবি 'দ্য ওয়্যার' -এর। "রাহুল গাঁধীর দুটি ফোন নম্বরকেও টার্গেট করা হয়েছিল। স্পাইওয়্যারের তালিকায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) ২টি ফোন। টার্গেট ছিল রাহুলের কিছু সহযোগী, বন্ধুর ফোন নম্বরও।”
এদিকে পেগাসাস স্পাইওয়ার (Pegasus Spyware) ব্যবহার করে ফোন হ্যাকের অভিযোগে সংসদে আঁচ। আরও নাম সামনে আসবে, সরকারের জবাব চাইবে তৃণমূল, বললেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। সংসদ শুরুর আগের দিন হঠাৎ করে বিষয়টি সামনে আসেনি, দাবি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram