Pegasus Spyware: 'সরকারের জবাব চাইবে তৃণমূল', ভারতীয় VIP-দের ফোনে 'আড়িপাতা'র ঘটনায় সরব ডেরেক

Continues below advertisement

পেগাসাস স্পাইওয়ার (Pegasus Spyware) ব্যবহার করে ফোন হ্যাকের অভিযোগে সংসদে আঁচ। আরও নাম সামনে আসবে, সরকারের জবাব চাইবে তৃণমূল, বললেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। সংসদ শুরুর আগের দিন হঠাৎ করে বিষয়টি সামনে আসেনি, দাবি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।

এদিকে, নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব বিতর্ক এবার সংসদে। রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Roy) বক্তব্যে হইচই। তৃণমূলের পাশে কংগ্রেস (Congress)। অসত্য ও যুক্তিহীন অভিযোগ, দাবি বিজেপির (BJP)। বাদল অধিবেশনের (Parliament Monsoon Session 2021) প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হই-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হল উভয় কক্ষই। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব বিতর্ক নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram