Petrol Price Hike: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের, প্রতিবাদ কর্মসূচীর ডাক

Continues below advertisement

আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন জঙ্গিপুরের (Jangipur) প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। বিগত বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্র অভিজিতের। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরের মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি বিরোধী শক্তির মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ অন্যদিকে পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি আগে কখনো হয়নি। অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে কৃষিক্ষেত্র, সবদিকেই এর ক্ষতিকর প্রভাব পড়ছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তৃণমূল কংগ্রেসের ধর্ম। এরজন্য আমরা আগামী ১০ এবং ১১ জুলাই রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ ধর্নার আয়োজন করা হচ্ছে। কোভিড বিধি মেনেই এই প্রতিবাদ জানানো হবে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram