Post Election Violence: ভোট পরবর্তী অশান্তিতে নিহত BJP কর্মীর DNA পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

Continues below advertisement

ভোট পরবর্তী অশান্তিতে (Post Election Violence) নিহত বিজেপি (BJP) কর্মীর ডিএনএ (DNA) পরীক্ষার নির্দেশ। নিহত অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃতের ভাইয়ের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে হবে বৃহস্পতিবার সকালে। সকাল ১১টায় করতে হবে নমুনা সংগ্রহ। নমুনা সংগ্রহ হবে কম্যান্ড হাসপাতালে। সেই নমুনা পাঠাতে হবে সিএফএসএল কলকাতায়। ৭ দিনের মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে রিপোর্ট। অন্যদিকের নমুনা সংগ্রহের সময় রাজ্য পুলিশের কারও উপস্থিতির জন্য আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। কিন্তু অ্যাডভোকেট জেনারেল-এর এই আর্জি খারিজ করে আদালত। প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ। চূড়ান্ত রিপোর্ট পেশ জাতীয় মানবাধিকার কমিশন গঠিত বিশেষ কমিটির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram