Post-Poll Violence Case: ঘরছাড়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ডিজিকে নির্দেশ হাইকোর্টের ।Bangla News

Continues below advertisement

ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজ্য পুলিশের ডিজিকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এদিন মামলাকারীদের তরফে আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, "৩০০-র বেশি মানুষ এখনও ঘরছাড়া রয়েছেন। তাঁদের নাম ও ফোন নম্বর হলফনামার আকারে জমা দেওয়া হয়েছে। তাঁদের কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৯২ জনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কর্মস্থলেও যেতে পারছেন না।" জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্যের প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করার দাবি জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram