Prashant Kishor: নাম না করে রাহুল গাঁধীকে কটাক্ষ PK-র, তুঙ্গে রাজনৈতিক তরজা | Bangla News

বুধবার মুম্বই থেকে দফায় দফায় কখনও কংগ্রেস আবার কখনও নাম না নিয়ে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) আক্রমণ শাণিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। এর ২৪ ঘণ্টা কাটার আগেই এবার একই পথে হাঁটলেন তৃণমূলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তাঁর নিশানাতেও কংগ্রেস। তাঁর নিশানাতেও নাম না করে সেই রাহুল গাঁধী। 

বৃহস্পতিবার প্রশান্ত কিশোর ট্যুইট করেন, "শক্তিশালী বিকল্প গড়ে তুলতে গুরুত্বপূর্ণ কংগ্রেসের (Congres) ভাবধারা এবং ব্যপ্তি। কংগ্রেসের নেতৃত্ব কোনও ব্যক্তির স্বর্গ থেকে পাওয়া অধিকার নয়। বিশেষ করে গত ১০ বছর দল যেখানে ৯০ শতাংশ ভোটে হেরেছে।" নাম না করে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) কটাক্ষ প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। "বিপক্ষে কে নেতা হবে তা ঠিক হোক গণতান্ত্রিকভাবে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola