Priyanka Gandhi: 'মোদিকে থ্যাংক ইউ বলা লোকঠকানো রাজনীতি দেশের জনতা বোঝে', ট্যুইট করে বিজেপিকে খোঁচা প্রিয়ঙ্কা গাঁধীর । Bangla News

Continues below advertisement


পেট্রোপণ্যে বিজেপি শুল্ক কমানোর সিদ্ধান্তকে কটাক্ষ প্রিয়ঙ্কা গাঁধীর। প্রথমে ৩০ থেকে ৪০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমিয়েছে কেন্দ্র। মোদিকে থ্যাংক ইউ বলা লোকঠকানো রাজনীতি দেশের জনতা বোঝে। ট্যুইটে মোদি সরকারকে নিশানা প্রিয়ঙ্কা গাঁধীর। গ্যাস সিলিন্ডারে ১০০০ টাকা পার। সর্ষের তেলের দাম ২২০ পার। সবজি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। মূল্য বৃদ্ধির গার থেকে রেহাই চাইছেন মানুষ। ট্যুইটে বিজেপিকে খোঁচা প্রিয়ঙ্কা গাঁধীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram