Protest Against Fake Vaccination Scam: 'ভ্য়াকসিনে আর্থিক কেলেঙ্কারি হয়েছে', অভিযোগ দিলীপ ঘোষের
আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ভুয়ো ভ্য়াকসিন নিয়ে বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে। মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। নেতারাও দেবাঞ্জনের দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তৃণমূলের এমপিও সেই জাল ভ্য়াকসিন নিয়েছেন। যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা কী অবস্থায় আছেন, তা জানতে তাঁদের টেস্ট করা উচিত। প্রত্যেকের দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত। ভ্য়াকসিন কেলেঙ্কারি ও মানুষকে ভ্যাকসিন থেকে বঞ্চিত করে যে টাকা রোজগারের অপচেষ্টা চলছে তার বিরোধিতা করার প্রয়োজন ছিল। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। ছোট আকারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়েছিলাম। আমাদের এমএলএ, এমপিরা ছিলেন, আমাদের প্রদেশের নেতারা এবং কলকাতার কিছু কার্যকর্তা ছিলেন। চেয়েছিলাম বিশৃঙ্খলা না করে মানুষের আওয়াজকে তুলে ধরতে। মানুষের সমস্যাকে তুলে ধরতে চেয়েছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই তা করতে দিল না পুলিশ। মহামারী আইন দেখানো হচ্ছে। ৬৭ জন প্রেসিডেন্সি জেলে ভর্তি আছেন। চারজন এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন। বিনা কারণে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলকে হিংসাত্মক করা হল। সরকারের এত ভয় কেন? পুলিশ এবং সরকার বিজেপিকে এত ভয় পেয়ে যাচ্ছে আজকাল যে হিংসার আশ্রয় নিয়ে আমাদের আটকানোর চেষ্টা করেছে। আজ সরকারের এই পদক্ষেপের আমি নিন্দা করছি।"