Rajib Banerjee Facebook Live: 'সংবেদনশীল মানুষের মতো কথা বলেছেন', রাজীবের ফেসবুক লাইভের ব্যাখ্যা সৌগতর

Continues below advertisement
 এদিন রাজীবের ফেসবুক লাইভ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, 'একজন সংবেদনশীল মানুষের মতো কথা বলেছে। আমাদের সকলের উচিত যুব সমাজের জন্য কিছু করা।' তাঁর মন্তব্যে কোন হতাশার সুর নেই। রয়েছে দায়িত্বের সুর। আমাদের সকলের একটা দায়য়বদ্ধতা থাকে সেটা হচ্ছে না। সকলের একটা আশা করে থাকে, সেটা হচ্ছে না। কর্মসংস্থান প্রসঙ্গে এভাবেই রাজীবের ফেসবুক লাইভকে ব্যাখ্যা করলেন সৌগত রায়। এদিন ফেসবুক লাইভে রাজীব বলেছেন, 'চাকরি চেয়ে যুব সমাজ পাচ্ছে না দেখে খারাপ লাগছে। যুব সমাজ আগামিকে পথ দেখাবে। কেন যুব সমাজের চলার পথে ব্যাঘাত ঘটবে।' একজন দাদা হিসেবে যুব সমাজকে গাইড করার চেষ্টা করেছি। যুব সমাজকে পথ দেখালে অনেক কাজ সফল হয়। রাজ্যে যে সম্পদ, মেধা আছে, তা অন্য কোথাও নেই। যুব সমাজ চাইছে কেউ তাঁদের পথ দেখাক। জল্পনার মধ্যেই নিজের ফেসবুক লাইভে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram