Rajib Banerjee on Presidential Rule in Bengal: '৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালোভাবে নেবে না বাংলা', রাজীবের গলায় ভিন্ন সুর ঘিরে জল্পনা

Continues below advertisement

রাষ্ট্রপতি শাসন নিয়ে দলেরই ভিন্ন সুরে বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তিনি লেখেন, "কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে চলবে না। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে ভালো ভাবে নেবে না বাংলা। বিপুল জনসমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরোধিতা করতে গিয়ে জুজু দেখালে চলবে না।" তিনি ফের লেখেন, "রাজনীতির ঊর্ধ্বে উঠে দুর্যোগ বিধ্বস্ত বাংলার পাশে থাকুন। সবার ইয়াস-করোনায় বিপর্যস্ত বাংলার পাশে থাকা উচিত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram