Rajnath Singh Bengal Visit: বাংলার ঐতিহ্যকে ধ্বংস করেছে তৃণমূল, বালুরঘাটের সভায় অভিযোগ রাজনাথের

Continues below advertisement

দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার বালুরঘাটে (Balurghat) রাজনৈতিক সভায় দেশের প্রতিরক্ষা মন্ত্রী (Minister of Defense) রাজনাথ সিংহ (Rajnath Singh)। তিনি বলেন, বাংলা (Bengal) ভারতের রাজনীতি (Politics), সংস্কৃতি (Culture) ও আধ্যাত্মিকতার (Spirituality) একটি বড় কেন্দ্র। টানা ৩৪ বছর বাংলায় বাম (Left Front) সরকার (Government) এবং ১০ বছর টিএমসি (TMC) সরকার বাংলার ঐতিহ্যকে (Tradition) ধ্বংস করেছে। বাংলার বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করে তিনি বিশ্বে বাংলার গৌরবের কথা বলেন সভামঞ্চ (Meeting) থেকে। বাংলার মাটিতে জন্ম নেওয়া ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Dr. Shyamaprasad Mukherjee) দেখানো পথে, তাঁর বিচারধারা নিয়ে দেশকে ও দলকে এগিয়ে নিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram