Rampurhat Fire : শক্তিগড়ের ল্যাংচা যেখানে পাওয়া যায়, সেখানে বিজেপির বাস দাঁড়াচ্ছে : কুণাল।Bangla News

Continues below advertisement

বিজেপির তথাকথিত লোডশেডিং-এ জেতা বিরোধী দলনেতা তিনি যখন কোনও সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, তাঁর মুখে একটা অদ্ভুত তৃপ্তি এবং হাসির ছাপ। যেন এই মৃত্যুটা তাদের দরকার ছিল এবং তাদের রাজনীতিতে কতটা সাহায্য হচ্ছে। তারা নাকি আজ সেই ঘটনাস্থল দেখতে যাচ্ছেন। আমরা খবর পাচ্ছি, শক্তিগড়ের ল্যাংচা যেখানে পাওয়া যায়, সেখানে বিজেপির বাস দাঁড়াচ্ছে। বিজেপি নেতা নেত্রীরা, সমর্থকরা ল্যাংচার দোকানগুলির প্রতি অতি আকৃষ্ঠ। মন্তব্য কুণালের (Kunal Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram