Rampurhat: বগটুই গ্রামে গত ২১ মার্চ হত্যাকাণ্ডের রাতে ২ টি টোটো ও একটি বাইকে করে পেট্রোল ও বোমা আনা হয় বলে অভিযোগ। Bangla News

Continues below advertisement

রামপুরহাটের বগটুই গ্রামে গত ২১ মার্চ হত্যাকাণ্ডের রাতে ২ টি টোটো ও একটি বাইকে করে পেট্রোল ও বোমা আনা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। সেই দুটি টোটো ও বাইক দুষ্কৃতীরা পাশের কুমাড্ডা গ্রামে ফেলে যায়। এখনও সেগুলি সেখানেই পড়ে আছে। সিবিআই এখনও তা বাজেয়াপ্ত করেনি বলে গ্রামবাসীদের দাবি।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram