Saayoni Ghosh Arrest: সায়নীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে: কুণাল ঘোষ | Bangla News
আগরতলায় পূর্ব মহিলা থানায় দুষ্কৃতী তাণ্ডব চলে। গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সায়নীর ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে গতকাল তিনি বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্য়ে বসে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের উত্তক্ত করেন। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সায়নী ঘোষ। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি সায়নী ঘোষের। সায়নীকে দীর্ঘক্ষণ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিজেপির নির্দেশে কাজ ত্রিপুরা পুলিশের, অভিযোগ তৃণমূলের (TMC)।
এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "সায়নী ঘোষকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সায়নী পরিচিত মুখ। ফেরার সময় ওঁর গাড়ির সামনে একজন বলে দিদি খেলা হবে। তিনিও পাল্টা হাত তুলে বলেছেন খেলা হবে। যিনি গাড়ি থেকে নামেননি তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কী করে হতে পারে? কোর্টে এই অভিযোগ দাঁড়াবে না। সেই কারণেই সায়নীকে আজ কোর্টে নিয়ে যাওয়া হল না। মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) সহ পুরো তৃণমূল কংগ্রেস দল সায়নী ঘোষের পাশে আছে। আগামীকাল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ত্রিপুরায় আসছেন। বিজেপি অভিষেকের সভা বাঞ্চাল করার জন্য পরিকল্পিতভাবে গ্রেফতার করেছে সায়নীকে।"
তিনি আরও বলেন, " ত্রিপুরার মানুষ পুরভোটে তৃণমূলকে ভোট দেবেন। বিজেপি হারার জায়গায় আছে। সেই জন্য দানবীক শক্তি প্রয়োগ করছে। যারা আজ সারাদিন তাণ্ডব করল,তাদের মধ্য়ে একজনও গ্রেফতার হয়নি। সায়নী ঘোষকে গ্রেফতার করা হল।"