Sabyasachi Dutta: 'পাপ যত বিদায় হয় ততই ভালো', সব্যসাচী দত্তের TMC তে যোগ প্রসঙ্গে রাহুল সিনহা | Bangla News

Continues below advertisement

তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বিধায়ক হিসেবে মমতার (Mamata Banerjee) শপথের দিনেই বিজেপিতে (BJP) ফের ভাঙন। মমতার শপথের দিনই পুরানো দলে সব্যসাচী। এপ্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, "জঙ্গল থেকে পশু-পক্ষী ধরে আনলে তা পোষ মানে না। এই ঘটনা তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আমি মনে করি পাপ যত বিদায় হয় ততই ভালো। বিজেপির লোকেরা এটাই চাইছিল যে যাচ্ছে না কেন? আমরা অনেক আগেই আশা করেছিলাম, যে গুরু মুকুল রায় যখন চলে গেছেন, তাহলে যাচ্ছে না কেন? এখন চলে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচলাম।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram