Samik Bhattacharya: 'দুর্নীতি প্রতিষ্ঠিত, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে', মন্তব্য শমীক ভট্টাচার্যর

Continues below advertisement

সত্য ঘটনা সাংবাদিকরা সামনে আনুন। তা যদি তাঁর বিরুদ্ধেও যায়, তিনি কিছু মনে করবেন না। গতকাল নব মহাকরণের ব্লক-বি ভবন, হাইকোর্টকে হস্তান্তর করার  অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মিডিয়া ট্রায়াল করে কাউকে বদনাম যেন করা না হয়। 'গণতন্ত্রের কণ্ঠরোধ', প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram