Samik Bhattacharya: মুখ্যমন্ত্রী এভাবে বললে বিধায়ক, সাংসদরা কড়া ভাষায় BSF-কে আক্রমণ করবেই: শমীক| Bangla News

Continues below advertisement

"আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। তা সত্ত্বেও বিভিন্ন গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ (BSF)।" নাগাল্যান্ডের গুলি কাণ্ডের প্রসঙ্গে টেনে বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। "বিভিন্ন থানায় আইসি ও বিডিওরা সজাগ থাকুন। বিএসএফ-এর (BSF) ডিজির সঙ্গে কথা বলুন।" নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

এই নিয়ে শমীক ভট্টাচার্যের (Samik  Bhattacharya) পাল্টা আক্রমণ, "এই ধরনের কথাবার্তা যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার আসে, মুখ্যমন্ত্রী যখন এভাবে কথা বলে গেলেন স্বাভাবিকভাবই তৃণমূলের নেতা, বিধায়ক, সাংসদরা কড়া ভাষায় বিএসএফকে আক্রমণ করবে। যেটা কোনও সুস্থ রাজনীতিতে কাম্য নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ভারতীয় সংবিধানের শপথ নিয়ে যারা বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর উপরে প্রশ্ন তুলছেন, তাঁরা চিন্তা করে দেখবেন অতীতে এরকম বিবৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্য়মে শিরোনামে পৌঁছে গিয়েছিলেন আমাদের দেশের বিভিন্ন বিরোধী নেতারা। এই অবস্থা যাঁরা তৈরি করছেন তাঁরা কাদের আড়াল করতে চাইছেন? তাঁরা কি চোরা কারবারিদের আড়াল করতে চাইছেন? মানব পাচারকারী, ড্রাগ মাফিয়াদের, মৌলবাদী সংগঠনকে আড়াল করতে চাইছেন?"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram