Shatabdi Roy: 'বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না', ক্ষোভের সুর এবার শতাব্দী রায় ফ্যানক্লাবের ফেসবুক পেজে

Continues below advertisement
এবার বেসুরো তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের ফ্যান ক্লাবের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। পোস্টে তার নির্বাচনী কেন্দ্রের মানুষের প্রতি বার্তা দিয়েছেন শতাব্দী। যদিও ফেসবুক পোস্টের সত্যতা যাচাত করেনি এবিপি আনন্দ। ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’ জনগণের উদ্দেশে ফেসবুক বার্তা শতাব্দী রায়ের। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শতাব্দী রায়ের। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। শতাব্দী খুব ভাল মেয়ে। ও সোজা কথা বলে। ওর অন্য কোনরকম চিন্তা আছে বলে খবর পাইনি। ওকে নিশ্চয়ই কর্মসূচিতে ডাকা উচিত। ওকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না, এ কথা ঠিক না।’ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'যাঁদের একটুও আত্মসম্মান রয়েছে তাঁদের পক্ষে ওই দলে থাকা সম্ভব নয়।' যদিও এই নিয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও শতাব্দী রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram