Morning Headlines: Rajib Banerjee-র পর এবার বেসুরো Satabdi Roy, ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে ভোটের বিজ্ঞপ্তি ও অন্য খবর
Continues below advertisement
কোনও সিদ্ধান্ত নিলে ১৬ জানুয়ারি দুপুর ২টোয় জানাব। জল্পনা বাড়াল শতাব্দী রায়ের (Satabdi Roy) ফ্যানক্লাবের ফেসবুক পোস্ট। একই দিনে ফেসবুকে লাইভে সিদ্ধান্ত, ফের বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। দলের অস্বস্তি বাড়িয়ে এবার বিস্ফোরক শতাব্দী। হঠাৎ কী এমন হল, জানা নেই। দেখা যাক ১৬ তারিখ কি বলেন, মন্তব্য সৌগতর (Saugata Roy)। সম্মান নেই, তাই সরব, কটাক্ষ বিজেপির (BJP)।
কুণালকে (Kunal Ghosh) ঘেরাও করে বিক্ষোভের হুঁশিয়ারি শিশিরের (Sisir Adhikari)। ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে ভোটের বিজ্ঞপ্তি। জানুয়ারির শেষে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। ৮০ বছরের ঊর্দ্ধে হলে মিলতে পারে পোস্টাল ব্যলটের (Postal Ballot) সুবিধা। তিনটি বেসরকারি হাসপাতাল-সহ শনিবার রাজ্যের ২১০টি কেন্দ্রে করোনার প্রথম টিকাকরণ। ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), কথাও বলবেন। ৩১ জানুয়ারি পোলিও টিকাকরণ। করোনার ভ্যাকসিন নিয়ে তৎপরতার মধ্যেই ফের সচল সংসদ। ২৯ জনুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত অধিবেশন।
১ ফেব্রুয়ারি সকাল ১১টায় সাধারণ বাজেট (Budget)। কৃষক আন্দোলনে ইতি টানতে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি থেকে সরলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা। জানিয়ে দিলেন, কৃষক শর্তের সঙ্গে সমঝোতা নয়। মেট্রোর টানেলের জন্য ফের বন্ধ হচ্ছে শিয়ালদা উড়ালপুল। আজ রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল বন্ধ।
কুণালকে (Kunal Ghosh) ঘেরাও করে বিক্ষোভের হুঁশিয়ারি শিশিরের (Sisir Adhikari)। ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে ভোটের বিজ্ঞপ্তি। জানুয়ারির শেষে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। ৮০ বছরের ঊর্দ্ধে হলে মিলতে পারে পোস্টাল ব্যলটের (Postal Ballot) সুবিধা। তিনটি বেসরকারি হাসপাতাল-সহ শনিবার রাজ্যের ২১০টি কেন্দ্রে করোনার প্রথম টিকাকরণ। ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), কথাও বলবেন। ৩১ জানুয়ারি পোলিও টিকাকরণ। করোনার ভ্যাকসিন নিয়ে তৎপরতার মধ্যেই ফের সচল সংসদ। ২৯ জনুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত অধিবেশন।
১ ফেব্রুয়ারি সকাল ১১টায় সাধারণ বাজেট (Budget)। কৃষক আন্দোলনে ইতি টানতে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি থেকে সরলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা। জানিয়ে দিলেন, কৃষক শর্তের সঙ্গে সমঝোতা নয়। মেট্রোর টানেলের জন্য ফের বন্ধ হচ্ছে শিয়ালদা উড়ালপুল। আজ রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল বন্ধ।
Continues below advertisement
Tags :
Morning Headlines Satabdi Roy Rajib Banerjee Corona Vaccine WB Polls 2021 With ABP Ananda Farm Law WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee