Smriti Irani: 'প্রতারিতরা ন্যায়বিচার পাবেন', হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ প্রসঙ্গে স্মৃতি
ভোট পরবর্তী সন্ত্রাসের (Post election Violence) মামলায় আদালতে অস্বস্তিতে রাজ্য। জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করল হাইকোর্টের (Calcutta High Court) পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। আজ বিচারপতি হরিশ টন্ডন (Harish Tandan) বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ৫৪১টি অভিযোগ জমা পড়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে একটিও অভিযোগ জমা পড়েনি। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়।‘ এই প্রসঙ্গে স্মৃতি ইরানি (Smriti Irani) বলেন, ‘আমি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। যে মানুষদের প্রতারণা করা হয়েছে, যাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের খুন করা হয়েছে, তারা যে ন্যায়বিচার পাবেন এমন আশা আমরা এবার করতে পারি। নির্বাচনের পর বাংলার বিভিন্ন এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত থাকার জন্য বহু মহিলার ধর্ষণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে খুন হতে দেখছেন কারণ তাঁরা মুখ্যমন্ত্রীকে ভোট দেননি।’