Rohan Mitra resigned: প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা সোমেন-পুত্র রোহনের
ইস্তফা দিলেন সোমেন মিত্রর (Soumen Mitra) ছেলে রোহন মিত্র (Rohan Mitra)। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা। আজই প্রদেশে নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তার আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন রোহন মিত্র। "অধীর চৌধুরী যোগ্য নেতা। কিন্তু যাঁদের নিয়ে চলছেন, তাঁদের কোনও গ্রহণযোগ্যতা নেই।"
এদিকে কয়লাকাণ্ডের (Coal Smuggling Scam) তদন্তে সিবিআই-এর (CBI) হাতে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই আধিকারিকদের দাবি, গত সেপ্টেম্বর মাসে বিনয় মিশ্র (Vinay Mishra) দেশ ছেড়ে ভিনদেশে চলে যান। তারপর থেকে নিয়মিত তাঁর কাছে টাকা পাঠানো হয়েছে। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে এরকম ৪৫টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই। বিনয় মিশ্রের পরিবারের সদস্য এবং বিভিন্ন ভুয়ো কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে। এই অ্যাকাউন্টগুলিতে ঘুরে ঘুরেই টাকা পৌঁছেছে বিনয় মিশ্রের কাছে। সিবিআই সূত্রে খবর, এই ৪৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে চাওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলির স্টেটমেন্ট খতিয়ে দেখা হচ্ছে। কারা কারা বিনয় মিশ্রকে টাকা পাঠিয়েছে তার তদন্তে নেমেছেন সিবিআই আধিকারিকরা।