Sougata Roy: 'অমিত মালব্য একটা ফালতু লোক', তীব্র বিদ্রুপ সৌগতর । Bangla News

Continues below advertisement

টেসলার সিইও ইলন মাস্ককে বাংলায় বিনিয়োগে স্বাগত। মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানির। পাল্টা রব্বানিকে কটাক্ষ করে ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর। বাংলায় মাস্কের যাত্রা শুরু হবে ভোট পরবর্তী সন্ত্রাসে মমতার রেকর্ড দিয়ে?শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন দিয়ে?এটা কি হাস্যকর নয়! ট্যুইট বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। ভারত সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে। টেসলার ভারতে আসা নিয়ে ট্যুইট করেছিলেন ইলন মাস্ক। বাংলায় আসুন, পরিকাঠামো ও মুখ্যমন্ত্রীর দূরদর্শিতায় বাংলা সেরা। ‘বাংলা মানেই বাণিজ্য’। 
ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান জানান গোলাম রব্বানি। 

এ বিষয় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, প্রথমত ইলাম মাস্ক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি। তিনি একচেটিয়া ইলেকট্রিক গাড়ি তৈরি করেন। এমনকি তিনি স্পেস রকেট এবং স্যাটেলাইট তৈরি করেছেন। দ্বিতীয়ত, গোলাম রব্বানি ঠিক করেছেন তাঁকে এখানে, পশ্চিমবঙ্গে স্বাগত জানাবেন। যেখানে মমতা বন্দ্যোপাঘধ্যায়ের চেষ্টায় ভালো পরিকাঠামো রয়েছে এবং শিল্পের সাধ্যি রয়েছে। অমিত মালব্য একটা ফালতু লোক। উনি তো বাংলার দায়িত্বে ছিলেন। বিজেপি হেরে ভূত হয়ে গিয়েছে বাংলায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram