Sougata Roy: 'সমস্যা থাকলে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে, ফোন করে বলতে পারতেন', রাজ্যপালের ট্যুইট প্রসঙ্গে সৌগত | Bangla News

Continues below advertisement

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। ট্যুইটে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। শিক্ষাক্ষেত্রে দলবাজি চলছে। ট্যুইটে লেখেন জগদীপ ধনকড়।  সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল।

এ বিষয় তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, রাজ্যপালের এই টু্ইট করা আমাদের বিড়ম্বনা হতে থাকে। রাজ্যপাল কোনও রাজনৈতিক নেতা নয়। ওঁর কিছু বক্তব্য থাকলে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে, ফোন করে বলতে পারতেন। এই যে টুইট করা, এটা রাজনৈতিক নেতার মতো কাজ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram