Soumitra Khan Controversy: সৌমিত্র-বার্লার বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের TMC-র

Continues below advertisement

পৃথক রাজ্যের দাবি তোলায় সৌমিত্র খাঁ (Soumitra Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল আলিপুরদুয়ার (Alipurduar) থানায়। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ দায়ের করলেন যুব তৃণমূল সভাপতি। একইসঙ্গে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিজেপি সাংসদ জন বার্লার (John Barla) বিরুদ্ধেও। জন বার্লার বিরুদ্ধে এর আগে কোচবিহারেও (Cooch Behar) লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। এবার পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। দল আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এবার পৃথক জঙ্গলমহলের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রথমে জন বার্লা আর এখন সৌমিত্র খাঁ। একের পর এক পৃথক রাজ্যের দাবি ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং হুগলির কিছু অংশ নিয়ে জঙ্গলমহল (Jangalmahal) রাজ্য গঠনের দাবি তুলেছেন সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের অবশ্য দাবি, পৃথক রাজ্যের দাবিকে তাঁরা সমর্থন করেন না। যদিও দল মানে না অথচ সাংসদরা বলে যাচ্ছেন, এই তত্ত্বে বিশ্বাস করতে রাজি নয় কংগ্রেস (Congress)। সব মিলিয়ে বাংলা ভেঙে একের পর এক পৃথক রাজ্য গঠনের দাবি ঘিরে ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি নতুন করে তোলপাড়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram