রাজ্যপালের কাছে Sovan Chatterjee-Baisakhi Banerjee, ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি, তোপ বৈশাখীর

Continues below advertisement
শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন Sovan Chatterjee ও Baishakhi Banerjee। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে একাধিক অভিযোগ করেন শোভন-বৈশাখী। কলকাতার প্রাক্তন মেয়র বলেন, ‘আল আমিন কলেজ থেকে বৈশাখীকে উপড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কলেজ কারও অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়। সরকারের আত্মসমালোচনা করা উচিত। রাজ্যপাল সহানুভূতির সঙ্গে গোটাটা শুনেছেন।’ Suvendu Adhikari প্রসঙ্গে শোভন বলেন, '‘ছোটবেলা থেকেই শুভেন্দুকে চিনি, শিশিরদাকে জানি। শুভেন্দু তাঁর মত নিজেই জানাবেন। প্রত্যেক রাজনৈতিক নেতার নিজের সম্মান রয়েছে। শুভেন্দু একজন পরীক্ষিত সৈনিক।’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে। আমি তো পদ ছেড়ে দিয়েছি, পোস্টারে কেন আমার নাম? পড়ুয়াদের কেন বিপথগামী করা হচ্ছে, তদন্ত হোক। ফিরহাদ হাকিমের কী অধিকার আছে? ফিরহাদ হাকিম আমাকে চাকরি দেননি।’




 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram